শান্তি ও সৌন্দর্যের নগরী ভূটান : পৃথিবীতে যদি কোনো স্বপ্নময় স্বপ্নের দেশ থেকে থাকে সেটা হচ্ছে ভুটান। এ যেন শান্তি ও সৌন্দর্যের নগরী। পৃথিবীর প্রায় বহু মানুষই ভূটানকে ছবির মতো সুন্দর বলে কিন্তু ভুটান এমন একটি নগরী যা কিনা ছবির থেকেও অনেক বেশি সুন্দর। যদি কেউ ছুটিতে ভুটান যেতে চান তাহলে দেখতে পাবেন অনেক উঁচু উঁচু পাহাড়। কোনো কোনো পাহাড় এর মাথায় দেখতে পাবেন বরফ দিয়ে ঢেকে আছে আবার কোনো কোনো পাহাড় দেখতে পাবেন বরফ গলিয়ে বের হয়ে এসেছে চক চকে পাথর। সূর্যের রোদ যখন পাথর গুলোর উপর পরে, তখন ঠিক যেন পাথর গুলো হীরার মতো চকচক করছে। ভূটান নগরীকে আপনি যতবার দেখবেন এর প্রতি আপনার মায়া ততই বেড়েযাবে। প্রকৃতির দিক থেকে ভুটান অনেক সুন্দর। শহরটা এর থেকে আরো বেশি সুন্দর। পাহাড়ের গা ঘেষে ঘেষে গড়ে উঠেছে ঘরবাড়ি, অফিস-আদালত সবকিছু। পাহাড় কেটে কেটে তৈরি হয়েছে সব রাস্তাগুলো। ঠিক যেন মনে হবে সাঁপের মতো পেঁচিয়ে আছে। রাস্তার দুপাশে প্রচুর পরিমাণের আপেল, কমলা ও আঙ্গুর গাছ দেখতে পারবেন যা আপনাকে এক অসাধারণ অনুভূতি এনে দিবে।এইটাতো মাত্র ভূটানের প্রকৃতির সৌন্দর্যের কথা বললাম কিন্তু ভূটান সম্পর্কে আরো বিস্তারিত কিছু জেনে নিলে ভ্রমণের মজাটা আরো দ্বিগুন বেড়ে যাবে এবং ভূটান গেলে আপনার মনে হবে আপনি যেন এক মায়াবি কল্পনার জায়গায় এসেছেন। ভুটানের আয়তন: ভূটানের আয়তন হচ্ছে মাত্র ৪৪ হাজার বর্গকিলোমিটার যা কিনা খুবই অতি ক্ষুদ্র এবং পুরো দেশটাই ছোট বড় পাহাড় দিয়ে ভরা। পৃথিবীতে ভুটানই একমাত্র দেশ যা কিনা কার্বন নেগেটিভ। অর্থাৎ তারা যতটুকু কার্বন উৎপন্ন করে ঠিক তত পরিমান কার্বন শোষণ করে। ভূটানের আয়তন এতই ছোট যে সেখানে আন্তর্জাতিক বিমানবন্দর করার মতো সমতল জায়গা নেই। ভুটানের আয় মাথাপিছু গড়ে ১ হাজার ৫০ মার্কিন ডলার। এই দেশে কোনো বড় শিল্পকারখানা নেই। লোকসংখ্যা প্রায় ৭ লক্ষ। বিদ্যুৎ, ফল এবং পর্যটন হচ্ছে এইদেশের মূল আয়ের উৎস। জীবনযাত্রার ব্যয় বলতে গেলে খুবই কম। পানির দাম খুবই কম। ভুটানের সংস্কৃতি ও মানুষ: ভূটানে তামাক জাতীয় দ্ৰব্য নিষেধ। তবে পর্যটক
শান্তি ও সৌন্দর্যের নগরী ভূটান : পৃথিবীতে যদি কোনো স্বপ্নময় স্বপ্নের দেশ থেকে থাকে সেটা হচ্ছে ভুটান। এ যেন শান্তি ও সৌন্দর্যের নগরী। পৃথিবীর প্রায় বহু মানুষই ভূটানকে ছবির মতো